মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

আলোকিত মানুষ গড়ে তোলার লক্ষ্যে চেষ্টা অব্যাহত রাখতে হবে : সুলতান

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

যুগের চিন্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ বলেছেন,  নৈতিকতাসমৃদ্ধ আলোকিত মানুষ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান প্রসারের পাশাপাশি প্রচলিত জ্ঞান-বিজ্ঞান চর্চা,কর্মমূখী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনগণকে সুশিক্ষিত, দক্ষ ও আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত দাওয়াতী মাসের দাওয়াতী কাজ করতে গিয়ে নতুন সদস্যদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন। 

তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে গণমানুষের মধ্যে সুসম্পর্ক ও সংহতি সৃষ্টির চেষ্টা চালাতে হবে। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ব্যক্তি, পরিবার,সমাজ ও দেশ-এর প্রতি আমাদের যে পবিত্র দায়িত্ব রয়েছে; তা যথাযথভাবে আমাদেরকে পালন করতে হবে।
 

এই বিভাগের আরো খবর