শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

আন্দোলনে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে : সুলতান

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ বলেছেন, মজুতদারী, মাদক, সুদ, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজী, অশ্লীলতা ও বেহায়পনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সূরা আল ইমরানের ৮৫নং আয়াতে মহান রাব্বুল আলামীন বলেন-‘যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবনাদর্শ গ্রহণ করে তা কখনোই গ্রহণ করা হবেনা এবং পরকালে সে ক্ষতিগ্রস্থদের অর্ন্তভূক্ত হবে।’ 

 

তিনি বলেন, সকল প্রকার প্রলোভন ও ভয়কে পরিহার করে আন্দোলনের জন্য যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। 

 


বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ডের চিটাগাংরোড এলাকায় দাওয়াতী মাসের ২০তম দিনের দাওয়াত ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে নবাগত সদস্যদের উদ্দেশ্যে তিনি এসব কথা বরেন।

 

সিদ্ধিনগঞ্জ থানা কমিটির সভাপতি মুহা. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহানগরের দপ্তর সম্পাদক ডা.মিজানুর রহমান, ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি মুহা.ওবায়দুল্লাহ প্রমুখ।    

এই বিভাগের আরো খবর