শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

অসমাপ্ত কবিতা

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২০  

আমার নয়টা-পাঁচটা অফিস নেই
মাসের শেষে বেতন নেই
তবু আমি ভালোই আছি
একলা একা আপন মনে
ভালোই আছি

 

ফুলের সাথে দিন কেটে যায়
প্রজাপতি মন নিয়ে যায়...
পদ্য-খাতায় আপন মনে 
                 আঁচড় কাটি
ভালোই আছি
এখন আমি সুখেই আছি
সবকিছুকে ভুলেই আছি

 

নদীর পানি পা ধুয়ে দেয়
শীতল বাতাস ঘাম শুষে নেয়
ক্লান্তিটাকে আলগোছেতে
শুইয়ে রাখি ঘাসের বুকে
                  সবুজ সুখে
এত সুখের শীতল পাটি
আর কী আছে? আর কী চাই?
এখন আমি ভালোই আছি
সুখেই আছি
সবকিছুকে ভুলেই আছি...

 

রাকিবুল রকি