শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

অভিমানের আগুন

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯  

জীবনের বিহান বেলায়
গলায় মাছের কাঁটা নিয়ে
বিড়াল পাইনি খুঁজে

 

আজ দেখি দিনে দিনে
আমিই কাঁটা হয়ে আটকে আছি
তোমার জীবনে

 

ঘৃণা
করো, যত পারো
কিংবা ঘৃণারও অযোগ্য ভেবে
ছুড়ে ফেলতে পার
অন্তহীন দূরে


আত্মকেই যে সমর্থন করেনি
আত্মসমর্থন করে দাঁড়াবে না
তোমার দুয়ারে
সে। নিশ্চিত থাকো।

 

জীবন রূপান্তরিত ধর্ম
ক্ষণে ক্ষণে বদলে যায়
দৃশ্যপট।

 

তাই যত দূরে সরিয়ে দাও
বেহায়া বিড়াল হয়ে ততই তোমার
কাছে সরে আসছি
অভিমানের আগুনে পুড়ছো
তুমি
আমি ছাই হয়ে উড়ে যাচ্ছি!


রাকিবুল রকি