শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

অপরাধীদের শিকড় উপড়ে ফেলবো : এসপি হারুন

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ভূমিদস্যু কাউকেই ছাড় দেয়া হবেনা। কারও তদবিরেই অভিযুক্ত কাউকে ছাড়া হবেনা।

রোববার রাতে যুগের চিন্তাকে পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। এখানকার অধিকাংশ মানুষই শান্তিপ্রিয়। কতিপয় চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু আর মাদক ব্যবসায়ীদের কাছে এ জেলার শান্তিপ্রিয় মানুষ জিম্মি হতে পারেনা। আমি পুলিশের সবাইকে নির্দেশ দিয়েছি, যেখানেই অপরাধীদের পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে। অপরাধীদের খুঁটি যতই শক্তিশালী হোক না কেন আমি এ জেলায় যতদিন আছি তার শিকড় উপড়ে ফেলবো।

অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারের পরপরই একটি মহল তৎপর হযে ওঠে। আগামীতে যতই তৎপরতাই তাঁরা চালুক না কেন কাউকেই ছাড় দেয়া হবেনা। 

এই বিভাগের আরো খবর