মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

মহানগর যুবদলের “রুখে দাড়াও যুব সমাজ” কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭   আপডেট: ২৪ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা মোতাবেক পোষ্টার সাটানোর মাধ্যমে ”রুখে দাড়াও যুব সমাজ” কার্যক্রম শুরু করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। শুক্রবার বিকালে পোষ্টার সাটানোর কার্যক্রম উদ্বোধন করেন মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। পরে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, চাষাড়া চত্বর ও আশে পাশের এলাকায় পোষ্টার  সাটায়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন,  মাসুদ রানা, রানা মজিব, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল রানা, সাগর প্রধান, যুবদল নেতা রিটন দে, ইউনুস খান বিপ্লব, আঃ রহমান, আল- আমিন খান,মাহাবুব হাসান জুলহাস, মোঃ শহিদ, মোঃ মুসা,ওসমান গনি, মোঃ মিঠু, মোঃ মুসা, সোহেল খান বাবু, মোঃ মনু, জামাল,রনি, মনিরুজ্জামান পিন্টু, মোঃ মিঠু, মোঃ মহিউদ্দিন, রিপন, ওসমান গনি, মনু, আসাদ, সেলিম প্রমুখ। উদ্ভোধনকালে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ১/১১ এর সময় একই ধারায় শেখ হাসিনা ও খালেদা জিয়া এবং তারেক রহমান সহ অনেকের নামে মামলা দায়ের করা হলেও শেখ হাসিনা ও আওয়ামী নেতাদের সবার মামলা প্রত্যাহার করা হয়েছে। অথচ দেশনেত্রী ও তারেক রহমানের মামলা প্রত্যাহার না করে সরকার প্রমান করেছে বিচার বিভাগ এখনো স্বাধীন হয়নি। এখনো সরকারের আজ্ঞাবহ, এক দেশে দুই আইন চলতে পারে না। তিনি আরো বলেন, এ থেকেই প্রমান হয় দেশে আইনের শাসন নাই। অবিলম্বে তিনি দেশনেত্রী ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
এই বিভাগের আরো খবর