শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

সোনারগাঁয়ে ডাকাতি করা মালামালসহ ৫ ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৭   আপডেট: ১১ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম  (সোনারগাঁ) :  জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল  সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি করা মালামালসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ডাকাতরা হলো- রূপগঞ্জের চনপাড়ার বাচ্চু মিয়ার ছেলে নাজমুল হোসেন (২২), সিদ্ধিরগঞ্জের আবুল কালামের ছেলে বিল্লাল হোসেন (২৪), বরগুনার আলম মিয়ার ছেলে আলামিন (১৮), ডেমরার বিল্লালের ছেলে রনি (১৮), রূপগঞ্জের আলমগীর হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৫)। মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গ্রেপ্তার হওয়া ডাকাত দল সোনারগাঁ এলাকার বিভিন্ন মহাসড়কে রাতের বেলা গাড়ি থামিয়ে বিদেশ ফেরত মানুষসহ সাধারণ যাত্রীদের টাকা-মোবাইলসহ সঙ্গে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিতো। ডাকাতির শিকার হওয়া বিদেশ ফেরত মোবারক হোসেনের মামলার সূত্র ধরে মঙ্গলবার ভোরে এদের গ্রেপ্তার করা হয়। মামলার বাদী মোবারক হোসেন বলেন, আমি দীর্ঘদিন আরব-আমিরাত থেকে চলতি বছরের ২২ মার্চ দেশে ফিরে এলে রাতে সোনারগাঁ চৈতী গার্মেন্টের সামনে ডাকাতরা আমার গাড়ি আটকে সবকিছু ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আমি সোনারগাঁ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করি।
এই বিভাগের আরো খবর