শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

সুইডেনে ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পড়ল ট্রাক, নিহত তিন

প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৭   আপডেট: ৮ এপ্রিল ২০১৭

ডেস্ক রিপোর্ট : সুইডেনের রাজধানী স্টকহোমে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাক ঢুকে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে রাজধানীর কাছের কুইন স্ট্রিটে এ ঘটনা ঘটে। তবে স্টকহোম পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে। পুলিশ জানায়, শুক্রবার বিকালে এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন বলেন, দেশ হামলার শিকার হয়েছে, সন্ত্রাসী হামলা হয়েছে। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ একটি ট্রাক একটি ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরে ঢুকে যায়। এ সময় মানুষজন ছোটাছুটি করছিল। ওই ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত লেইফ আর্নমার নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি জানি না, ঠিক কতজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় অনেকেই হতবাক হয় পড়েছেন।’ সূত্র : সিএনএন, বিবিসি
এই বিভাগের আরো খবর