শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ট্রাম্পের স্বাস্থ্যনীতির বিরুদ্ধে রক্ষণশীলদের প্রতিবাদ

প্রকাশিত: ৮ মার্চ ২০১৭   আপডেট: ৮ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : আগের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রণীত স্বাস্থ্যনীতি বাতিল করে ডোনাল্ড ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতি ঘোষণার পর রক্ষণশীল রিপাবলিকানরা এর প্রতিবাদ করেছেন।রক্ষণশীল রিপাবলিকান গোষ্ঠী ও আইনপ্রণেতাদের চাপের মুখে ট্রাম্পের স্বাস্থ্যনীতি পাশের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রতিবাদকারীদের মতে, এটি ওবামাকেয়ারের মতো স্বাস্থ্যনীতি।প্রতিনিধি পরিষদে সোমবার রিপাবলিকান আইনপ্রণেতাদের নেতারা নতুন স্বাস্থ্যনীতি প্রকাশ করেন। ওবামাকেয়ার বাতিল করে স্বাস্থ্যসেবায় বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথা বলা হয়েছে।ওবামার প্রণীত স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’ নামে পরিচিতি পায়। এর মূলে ছিল সবার জন্য স্বাস্থ্যবিমা নিশ্চিত করা। ট্যাক্স ক্রেডিট দিয়ে পছন্দমতো কোম্পানির বিমা গ্রহণের সুযোগও রাখা হয়।ট্রাম্পের স্বাস্থ্যনীতি নিয়ে বিতর্ক সৃষ্টির পরিপ্রেক্ষিতে হাউস স্পিকার পল রায়ান বলেছেন, এই নীতি পাস করিয়ে নেওয়ার মতো হাউসের যথেষ্ট সমর্থন রয়েছে। ওবামার স্বাস্থ্যনীতি বাতিল হচ্ছে এবং নতুন স্বাস্থ্যনীতি আসছে- এ জন্য রিপাবলিকানদের খুশি হওয়া উচিত।রক্ষণশীল আইনপ্রণেতা রিপাবলিকান সিনেটর মাইক লি বলেছেন, ‘এটি গোপন চুক্তির মতো বিষয় এবং বাজে প্রক্রিয়া, যার জন্য আমরা ডেমোক্র্যাটদের সমালোচনা করেছিলাম।’ট্রাম্প বলেছেন, ‘এই স্বাস্থ্যনীতির বিষয়ে সমঝোতা হতে পারে। তবে এরই মধ্যে আমরা সবার সমর্থন পেয়েছি।’ তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, এটি কেবল ফ্রেমওয়ার্ক। চূড়ান্ত রূপরেখা থেকে এখনো অনেক দূরে।’ স্বাস্থ্য ও মানবিক অধিকারবিষয়ক মন্ত্রী টম প্রাইস বলেছেন, ‘এটি এখনো অগ্রগতির পর্যায়ে রয়েছে।’প্রস্তাবিত এই স্বাস্থ্যনীতি ট্রাম্পের নির্বাচনী ওয়াদা পূরণের আরেকটি ধাপ এগিয়ে নিল। রিপাবলিকানরা ওবামাকেয়ার বাতিলের যে চ্যালেঞ্জ করেছিল, এই নীতির মধ্যে দিয়ে সেটি পূরণ হবে।তবে ট্রাম্পের স্বাস্থ্যনীতির সমালোচনা করেছে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।
এই বিভাগের আরো খবর