শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

নগরীর বিপনি বিতান গুলোতে বৈশাখী আমেজ

প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৭   আপডেট: ৯ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : বাঙালীর হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখ। ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলা ভাষাভাষি সকল মানুষ এই দিনটিকে উদ্যাপন করে নানান আয়োজনে। ফলে এই দিনটি কে আরো আনোন্দচ্ছোল  করতে নগরীর বিপনি বিতান গুলোতে লেগেছে বৈশাখী আমেজ। নগরের প্রধান প্রধান ফ্যশান হাউজ গুলোর মধ্যে রঙ বাংলাদেশ, কাজী ক্র্যাফট, পটুয়া, নকশা, সুই সূতা, ভূমিসুতা, সৃষ্টি এনেছে বৈশাখ উপলক্ষে বিশেষ পোশাকী আয়োজন। নগরির সান্তনা মার্কেটের বিশ্ব রঙের আউটলেটের ম্যনেজার লিটন মাহমুদ যুগের চিন্তাকে জানান, এ বছরের আয়োজনে আমরা এনেছি কিছুটা ভিন্নতা। এবার পোশাকে লাল সাদা রঙের প্রধান্যদেয়া তেমন হয়নি, সাদার মধ্যে সবুজ, হলুদ, নীল, বেগুনী রঙের লোকজ নকশা রয়েছে। তিনি আরো বলেন, এখন মানুষের রুচির পরিবর্তন হচ্ছে। ক্রেতারা এখন আর কেবল লাল সাদা রঙে পরে থাকতে চায়না। তাই গ্রাহকের চাহিদা অনুযায়ি আমরাও আনছি নতুনত্ব। পোশাকের দোকান ছারাও ফাস্টফুড, সুপারসপ, বিভিন্ন ইরেকট্রনিক্সের দোকান গুলোও দিচ্ছে বৈশাখ উপলক্ষে বিশেষ ছাড়। তবে আগের বছরগুলোর তুলনায় এবার ক্রেতার সমাগম কম বলে দাবি বিক্রেতাদের। এ ব্যপারে নগরীর সমবায় মার্কেটের এক বিক্রেতা মনজুর আলম বলেন, দেশে এখন রাজনৈতিক পরিস্থিতি খারাপ। জঙ্গিবাদ ও নানন সাম্প্রদায়িক দাঙ্গার কারনে মানুষের ভেতর সতস্ফূর্ততা নেই। বেইলি টাওয়ারের পটুয়ার আউটলেটে একজন ক্রেতা ফাল্গুনী দত্ত বলেন, প্রতিবারই বাঙলা বৎসরের প্রথম দিন পরিবারের সকলের জন্য উপহার কেনা হয়। তাই ছোট বোনের ও বাবা মায়ের জন্য পোশাক কিনতে আসা। দেশের ঘটে যাওয়া একের পর এক জঙ্গি ও সাম্প্রদায়িক হামলা এবারের উৎসবের আনন্দে ব্যঘাত ঘটাতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দিন সব এক রকম যাবে না। সমস্যা থাকবে, তাই বলে ঘরে বসে থাকলে অপরাধের ন্যয্যতাদেয়া হবে। আমরা সবাই মিলে যদি কাজ করি তবে অবশ্যই এই সমস্যার সমাধান হবে। অন্যদিকে এবারের বাজারে জিনিসপত্রে দাম আগের বারের থেকে যেন একটু বেশি সৃষ্টির আউটলেট ঘুরে জানা গেছে সাধারন বাটিকের সূতি শাড়ির দাম ৬’শ থেকে শুরু করে দেড় হাজার টাকা পর্যন্ত। এছাড়া রঙে ছেলেদের পাঞ্জাবি দেড় হাজার থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত। কম দামে নানান ডিজাইনের পোশাকের সমারোহে ফুটপাতের দোকান গুলোতেও ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো। হিয়া/এস/এস
এই বিভাগের আরো খবর