শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

স্বামীকে হত্যা করতে গিয়ে না পেয়ে স্ত্রীসহ ৪ মহিলা স্বজনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ২০ মার্চ ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (আড়াইহাজার) : আড়াইহাজার উপজেলা সংলগ্ন নরসিংদীর সীমানা এলাকার একটি গ্রামে হরে কৃষ্ণ নামে এক ব্যক্তির কাছে টাকা টাকা ধার চেয়ে না পেয়ে তাকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। হত্যা করতে গিয়ে হরে কৃষ্ণকে না পেয়ে তার স্ত্রী স্বপ্না ভৌমিক, বোন স্বপ্না পাল (৩৫), ভাই গোপাল ভৌমিকের স্ত্রী হেনা ভৌমিক (৪০) ও জয়দেব ভৌমিকের স্ত্রী বিউটি ভৌমিক (৩০) সহ ৪ স্বজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। অভিযুক্ত সন্ত্রাসীরা হলো বিনয় নন্দী, মন্টু নন্দী, জীবন নন্দী ও জয় নন্দী।  রোববার রাতে আড়াইহাজার সদর সংলগ্ন নরসিংদীর সীমানা এলাকার খড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হেনা ভৌমিককে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, খড়িয়া গ্রামের শ্মশানের উন্নয়নের ফান্ডের কিছু টাকা ক্যাশিয়ার হরে কৃষ্ণ এর কাছে জমা ছিল। ওই টাকা কর্জ দেয়ার জন্য একই গ্রামের বিনয় নন্দী হরেকৃষ্ণকে বলে। হরেকৃষ্ণ কমিটির অন্যান্যদের অনুমতি ছাড়া টাকা দিতে পারবেনা বলে জানিয়ে দেয়। এ ঘটনায় বিনয় নন্দী ক্ষিপ্ত হয়ে মন্টু নন্দী, জীবন নন্দী ও জয় নন্দীকে নিয়ে  হরে কৃষ্ণকে হত্যা করার জন্য ধারালো দা ছুরি নিয়ে তার বাড়ীতে যায়। বিষয়টি টেরপেয়ে হরেকৃষ্ণ পালিয়ে গেলে তাকে না পেয়ে তার স্ত্রী স্বপ্না ভৌমিক, বোন স্বপ্না পাল, ভাই গোপাল ভৌমিকের স্ত্রী হেনা ভৌমিক ও জয়দেব ভৌমিকের স্ত্রী বিউটি ভৌমিককে কুপিয়ে গুরুতর জখম করে তারা। এদের মধ্যে থেকে হেনা ভৌমিককে গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রানা/এস/এস
এই বিভাগের আরো খবর