শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

গোল্ড প্লেটেড গয়নার যত্ন নেবেন যেভাবে

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ৪ মার্চ ২০১৭

যুগেরচিন্তা ২৪.কম: গোল্ড প্লেটেড গয়না অনেকেরই পছন্দের তালিকায়। চুরি যাওয়ার ভয় নেই। রুপোর উপর সোনার জল দিয়ে তৈরি এই ধরনের গয়না পরলে বোঝাই যায় না তা আসল সোনা কি না। চুরি গেলেও ততটা মন খারাপের কিছু নেই।কিন্তু গোল্ড প্লেটেড গয়না কয়েকদিন ব্যবহার করার পরই রং চটে যায়। খারাপ দেখায়। গয়নার রং কীভাবে টিকিয়ে রাখতে পারবেন, রইল কিছু উপায় -- গোল্ড প্লেটেড গয়নাগুলো রাখুন ভেলভেট দেওয়া গয়নার বাক্সে। গয়নার রং বজায় রাখতে নরম কোনও কাপড়ে মুড়ে রাখুন। তাতে গয়নায় স্ক্র্যাচ পড়বে না।- গোল্ড প্লেটেড গয়না পরিষ্কার করুন তুলো দিয়ে। কোনওরকম কেমিক্যাল ব্যবহার না করাই ভালো। নয়তো কেমিক্যালের ছোঁয়ায় গয়নার রং চটে যাবে।- প্রত্যেকদিনের কাজকর্মের সময় গয়না খুলে রাখুন। পানি ও অন্যান্য জিনিসপত্র লেগে রং উঠে যেতে পারে।
এই বিভাগের আরো খবর