শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ফতুল্লার সেহাচরে প্রবাসীর বাড়িতে দূঃসাহসিক চুরি

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭

যুগের চিন্তা ২৪ ডট কম : ফতুল্লায়  প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েচে। রবিবার রাতে (২৫ ফেব্রুয়ারী)  এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সালামা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি রিখিত অভিযোগ  করেছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে সজল (২২) নামের এক জনকে আটক করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানাযায়,সৌদি প্রবাসী জহির ।  ৬ মাসের জন্য ছুটিতে আসেন তিনি।  ছুটি শেষে  গত ২৪ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে সৌদি আরবের উদ্দ্যেশে  বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়। বিমান বন্দরে জহিরকে বিমানে উঠিয়ে দিয়ে তার পরিবারের সদস্যরা ঢাকার একজন আত্মীয়য়ের বাসায় বেড়াতে যায়।  রবিবার(২৫ ফেব্রুয়ারী)  প্রবাসীর স্ত্রী  সালমা বেগম  পাশের বাড়ির লোকজনের মাধ্যমে জানতে পারেন তার বাসার ঘরের দরজার তালা ভাঙ্গা।  এর পর সালমা বেগম  বাসায়  এসে দেখতে পান  স্টীলের  দরজার  সিটকিনি ভাঙ্গা ও দরজা খলা। এর পর ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন ঘরের আসবাব পত্রও এলোমেলো ও স্টীলের আলমারির তালা ভাঙ্গা।  এসময় আলমারীতে রাখা প্রায় ৩০ ভরি  স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা, ৫টি মোবাইল ফোন ও মূল্যবান জিনিস পত্র চুরি হয়েছে।  যার আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা। এ ঘটনায় সালমা বেগম বাদী হয়ে সেহাচর তক্কারমাঠ এলাকার সিরাজ মিয়ার ছেলে স্বজলকে প্রধান আসামী করে অজ্ঞাত নামা ৭/৮ জন কে আসামী করে অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত প্রধান আসামী  সজলকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে এসআই মিজানুর রহমান-৩বলেন, এঘটনায় সজলকে গ্রেফতার করা হয়েছে । সন্দেহ করা হচ্ছে সজলের বাড়ির লোক জন জড়িত থাকতে পারে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এই বিভাগের আরো খবর