শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

 বিক্ষোভেও ত্রাণ না দিতে পেরে উল্টো সাংবাদিকদের উপর চড়াও মেম্বার

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ পুরো জেলাকে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। সরকারিসূত্রে বলা হয়েছে, বাড়িতে আটকা পড়া নিম্নআয়ের লোকজনের কাছে স্থানীয় জনপ্রতিনিধিরাই খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন। কিন্তু খাদ্যসামগ্রী না পেয়ে ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকায় নিম্নআয়ের মানুষরা লকডাউন ভেঙে বিক্ষোভ করতে শুরু করে। বৃহস্পতিবার দুপুর ১টায় কাশিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৫০টি পরিবার স্থানীয় মেম্বার আমির হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ করে। ত্রাণ দিতে না পেরে বেকায়দায় পড়ে নিজের লোকজন নিয়ে ত্রাণ নিতে আসা লোকজন এবং সাংবাদিকদের বিরুদ্ধে চড়াও হন। 

 

এমনটি করার ব্যাপারে মেম্বার আমির হোসেন বলেন, আমি ৭০টি ত্রাণের প্যাকেট নিয়ে এসেছি, সব দিয়ে দিছি। 

 

ত্রাণ না দিয়ে উল্টো আপনার লোকজন ত্রাণ নিতে আসা চড়াও হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন,  আমি ত্রাণ দিমুনা, বইলা দিছি। এরপরেও ত্রাণ চাইলে কোথা থাইকা দিমু। 

সাংবাদিকদের উপর চড়াও হওয়ার কারণ জিজ্ঞাসা করলে বিষয়টি এড়িয়ে যান আমির হোসেন মেম্বার। 
 

এই বিভাগের আরো খবর