শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

শিবির ক্যাডার রুহুলকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৭   আপডেট: ৩০ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জের বাগবের এলাকা থেকে গত বুধবার বিকেলে পুলিশি কাজে বাঁধা ও জঙ্গি তৎপরতায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতারকৃত প্রতারক ও শিবির ক্যাডার রুহুল আমিন (৩৫) কে ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। রুহুল আমিন বাগবেড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ইসমাইল হোসেন জানান, সারাদেশ ব্যাপি জঙ্গি তৎপরতা ও নাশকতার বিরুদ্ধে পুলিশের সাড়াশি অভিযানের ভিত্তিতে গত বুধবার বাগবের এলাকা থেকে রুহুল নামের এক শিবির ক্যাডারকে গ্রেফতার করা হয়। রুহুল আমিন সবুজ বাংলা মাল্টিপারপাস নামে একটি সমিতি খুলে নিরীহ জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ জঙ্গিদের অর্থায়নে ব্যয় করছে বলে তথ্য ছিলো। এসব অর্থ ব্যয় করে জঙ্গিনেতাদের সহযোগীতা করছে বলে জানা গেছে। এছাড়াও গত ২৭ মার্চ ইছাখালী এলাকায় পুলিশি কাজে বাঁধা প্রদান করে এ শিবির ক্যাডার।
এই বিভাগের আরো খবর