শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

ভূমধ্যসাগরে ১৪৭ শরণার্থী নিয়ে নৌকাডুবি

প্রকাশিত: ২৯ মার্চ ২০১৭   আপডেট: ২৯ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে ১৪৭ জন শরণার্থী নিয়ে রবারের একটি নৌকা ডুবে গেছে। সাগরে উদ্ধার হওয়া ১৬ বছরের এক গাম্বিয়ান কিশোরের বরাত দিয়ে বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার সাগরে ভাসমান আবর্জনার স্তুপের ওপর পরে থাকা ওই কিশোরকে উদ্ধার করেছে ক্যানারিয়াস নামে একটি স্প্যানিশ ফ্রিগেট। ওই কিশোরকে ইতালির কোস্টগার্ডের একটি জাহাজে উঠিয়ে দেওয়া হলে বুধবার তাকে সিসিলির ল্যাম্পেডুসা দ্বীপে নিয়ে আসা হয়। আইওমের মুখপাত্র ফ্ল্যাভিও ডি জিকোমো বলেছেন, ‘তারা যখন ওকে খুঁজে পায়, সে তখন বেশ ক্লান্ত ছিল। এখন সে বিশ্রাম নিচ্ছে, যাতে পরবর্তীতে তার কাছ থেকে আমরা আরো তথ্য পেতে পারি।’ তিনি বলেন, ‘ওই কিশোর জানিয়েছে, তারা কয়েক দিন আগে লিবিয়ার সাবরাথা এলাকা ছেড়ে এসেছে। রবারের নৌকাটিতে আফ্রিকার সাহারা অঞ্চলের ১৪৭ জন মানুষ ছিল। এদের মধ্যে পাঁচ শিশু ও কয়েকজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন।’ চলতি বছর ইতালিতে আসতে ভূমধ্যসাগর পাড়ি দিতে যেয়ে উত্তর আফ্রিকার ৬০০ শরণার্থীর মৃত্যু হয়েছে। আইওএমের হিসেব অনুযায়ী, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে যেয়ে ৪ হাজার ৬০০ শরণার্থীর মৃত্যু হয়েছে।
এই বিভাগের আরো খবর