শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

তোলারাম কলেজে ২দিনব্যাপী শিশু মেলা শুরু

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭   আপডেট: ১৬ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডট কম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০১৭ উপলক্ষে সরকারি তোলারাম কলেজে দুই দিনব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার সভাপতি সালমা ওসমান লিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। মেলা উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা ও  মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলায় শিক্ষার্থীরা শিশুদের জন্য নানা রকমের খেলনা সামগ্রীর স্টল বসিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সালমা ওসমান লিপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ইতিহাস ও গৌরব উজ্জল জীবনী নতুন প্রজন্মের কাছে আমাদের তুলে ধরতে হবে। সে লক্ষ্যে আজকের এই আয়োজন। কিন্তু অনুষ্ঠানের শুরুতে যখন জাতীয় সংগীত গাওয়া হচ্ছিল তখন আমি দেখলাম অনেক ছাত্র-ছাত্রী হাসি ঠাট্টা ও মোবাইলে সেলফি তোলায় ব্যস্ত ছিল। জাতীয় সংগীতের প্রতি এ অসম্মানজনক আচরন কখনোই কাম্য নয়। আমাদের কোমলমতি  শিক্ষার্থীদেরকে এসব  ব্যাপারে ক্লাস ও পরিবার থেকে শিক্ষা দিতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কিভাবে বুঝালে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ও জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে বুঝতে পারবে, সে পথ খুঁজে বের করা আপনাদের দায়িত্ব। সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষ মধুমিতা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহ্বায়ক ফাহমিদা রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ ড. শিরিন বেগম, তোলারাম কলেজের শিক্ষক পরিষদ এর সম্পাদক জীবন কৃষ্ণ মোদক ও জেলা মহিলা সংস্থার পরিচালক ডালিয়া মাহমুদ প্রমুখ।
এই বিভাগের আরো খবর