শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী কায়দায় বাড়ি ঘরে হামলা, ভাংচুর : আহত ৫

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ২৬ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী কায়দায় বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ইসমাইল হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে। হামলায় নারীসহ অন্তত ৫জন হয়েছে। আহতদের মধ্যে মিজমিজি এলাকার মৃতঃ সাবুদালীর ছেলে আক্তার হোসেন (৫২), তার স্ত্রী সেলিনা (৪৫), বিল্লাল হোসেনর স্ত্রী মহিতুন (৫৭), হবুল্লার স্ত্রী রমিনা (৫৫) ও হাবু মিয়া (৪৭) এর নাম জানা গেছে। এরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান। বুধবার সকাল সাড়ে ১০ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড মিজমিজি আব্দুল আলীপুল এলাকায় একটি জমির মালিকানা বিরোধকে কেন্দ্র এ ঘটনাটি ঘটে। তবে ইসমাইলে হোসেন এ ঘটনার সাথে জড়িত নন বলে দাবি করেছেন। এনিয়ে এলাকায় উত্তজনা বিরাজ করছে। সে কোন মুহুর্তে এলাকায় বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। এদিকে এ ঘটনায় রহস্যজনক কারনে থানায় কোনো অভিযোগ করেনি কেউ। জানা গেছে, ১৯৬০ সালে  মৃতঃ সাবুদালীর সিএস ও এসএ ১৯৭৪ নং দাগে ৪ শতাংশ ভূমি বিক্রয় করে। এ ভূমি দখল করে রাখে সাবুদলী। এ নিয়ে অতিরিক্ত জেলা জজ আদালতে একটি মোকদ্দমা নং ৫৫৩/১৪ সাবুদালীর ছেলে আক্তার হোসেন। পরে এলাকার সামাজিক বিচারের মাধ্যেমে এ বিষয়টির আপোষ মিমাংসা করে দেন স্থানীয় মাতবররা। আপোষ মিমাংসায় সিদ্ধান্ত হয় মামলা তুলে নেয়া হবে এবং উক্ত দাগের ৪ শতাংশ ভূমি ইসমাইল হোসেন  আকাতার হোসেনকে  দলিল করে দেবেন। কিন্তু দলিল না করে দেয়ায় ইসমাইল হোসেন দলবল নিয়ে আকাতার হোসেনর বাড়ি ঘওে মামলা চালিয়ে ভাংচুর করে।  এ সময় বাধা দিলে নারীসহ ৫ জন আহত হয়। এ বিষয়ে আহত আক্তার হোসেন বলেন,আমার বাবার জমি দখল নিতে ইসমাইল ভূয়া দলিল করে বাড়ি ঘর দখল করে নিতে হামলা চালিয়েছে। অপর দিকে ইসমাইল হোসেন মোবাইলে জানান, আমার ভূমিতে আমি গিয়েছি। কোন মারামারির বা হামলার ঘটনা ঘটেনি। আক্তার হোসেনর দায়েল করা দলিল বাতিল ও নাম জারী সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল ১৯/০৪/১৭ তারিখে বাতিল করে দিয়েছে। এখন ভূমিটি দখলে রাখতে প্রতিপক্ষ মিথ্যা নাটক সাজিয়েছে।
এই বিভাগের আরো খবর