শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

আজ চৈত্র সংক্রান্তির আলোর ভাসান অনুষ্ঠান

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৭   আপডেট: ১২ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : ১৪২৩ বিদায়  তোমায়।  চৈত্রের এই বিদায় বেলাকে আনন্দের সাথে বিদায় জানাতে উঠান থিয়েটারের আয়োজনে চৈত্র সংক্রান্তির ও আলোর ভাসান  অনূষ্ঠানটির আয়োজন করা হয়েছে। ৩নং ঘাট বট তলায় বিকাল ৪টা থেকে অনুষ্ঠানটি শুরু হবে। প্রথমেই থাকবে ছবি মেলা। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাইনুদ্দিন মানিক। এবং অনুষ্ঠানটি উদ্ভোবন করবেন আফজাল হোসেন। ছবি মেলা অনুষ্ঠান থেকে  ১৬টি ছবিকে মাহবুব কামারুন পদক দেয়া হবে । পরবর্তীতে  থাকবে উঠানের  আয়োজনে শিশুদের  আবৃত্তি  পরিবেশনা। পুরাতন বছরের সকল গ্লানিকে মুছে দিতে। আর নতুন বছরকে আলোর সাথে বরণ করে নিতে  সন্ধ্যায় ৩নংঘাট  বটতলায়  অনুষ্ঠিত হবে আলোর ভাসানের। উঠান থিয়েটারোর আয়োজনে  চৈত্র সংক্রান্তি ও আলোর ভাসানের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবানী  শঙ্কর রায়। আলোর ভাসানের সমন্নায়ক  শোয়েব মুনিরের  শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। অনুষ্ঠানটি উদ্ভাবন করবেন  নারায়ণগঞ্জের  বর্তমান সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রফিউর রাব্বি, আজাদ আবুল কালাম আরো অনেকে। এ নিয়ে আলোর ভাসানের ৪র্থ আর্বতন অনুষ্ঠিত হবে। তাদের এবারের শ্লোগান “রক্ত জবার লাল, জ্বলে উঠবেই  প্রতিকুল তীরে”। আলোর ভাসানে‘ চৈত্র সংক্রাšি’Í উপলক্ষে আয়োজনে  থাকবে এপার থেকে ওপারে ভাসানো হবে -৫০ টি ভেলা, জ্বালানো হবে ২০০টি মশাল, ১০০টি কুপি এবং ২০ টি ফানুস। ৫নং ঘাটে ৪র্থবারের মতো মাঝি সম্মাননা। এবারে সম্মাননা দেয়া হবে আলম মাঝিকে। এছাড়া অনুষ্ঠানে সবশেষে থাকবে কিশপার গঙ্গের খোকন বয়াতির পালা বেহুলা- লক্ষ্মিনদর।
এই বিভাগের আরো খবর