শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বন্দরে অটো চলাচল বন্ধে পরীক্ষার্থী ও যাত্রীদের চরম দুভোর্গ

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৭   আপডেট: ১১ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : জেলা প্রশাসনের নির্দেশে বন্দর থানা পুলিশ অটোরিক্সা আটক অভিযান পরিচালনার কারনে সাধারন জনগন চরম দূর্ভোগের শিকার হয়েছে। রোববার থেকে দিন ব্যাপী পুলিশ অটো রিকশা ও অটো বাইক আটক করায় জন দুভোর্গ চরম আকার ধারণ করেছে। অটো বাইক চলতে না থাকায় এইচএসসি পরীক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে দেখা গেছে। রাস্তায় রিক্সা না থাকায় অনেক পরীক্ষার্থী সময় মতো পরীক্ষা কেন্দ্রে যেতে পারেনি। সকাল থেকে পুলিশ অটো বাইক চলাচল বন্ধ করে দেয়ার পর অটো বাইক চালকরা ব্যাটারী চালিত অটো রিকশা চলাচলে বাধা সৃষ্টি করে। সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকায় অটো বাইক চালকরা রাস্তায় দাঁড়িয়ে থেকে অটো রিকশা থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয় এবং রিকশা চাকার হাওয়া ছেড়ে দেয়। এতে করে যাত্রীদের হয়রানির শিকার হতে হয়। অনেক মহিলাদের দেখা যায় শিশু বাচ্চাদের কাঁধে করে নিয়ে প্রচন্ত গরমে যান বাহন না পেয়ে পায়ে হেঁটে চলাচল করতে হয়েছে। এ ব্যপারে অটো বাইক চালকরা জানান, আমরা গরীব মানুষ। কিস্তি, সুদ ও দেনা করে অটো রিক্সা কিনেছি। কোন কিছু না বলে বন্দর থানা পুলিশ রাস্তা থেকে অটো রিক্সা ধরে নিয়ে যাচ্ছে। এতে করে বন্দরের হাজার হাজার মানুষ বেকার হয়ে পরছে। সারা দিন যাত্রীরা যানবাহন না পেয়ে হয়রানি ও ভোগান্তির শিকার হয়েছে সর্বস্তরের জনগন। এ ব্যপারে বন্দর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে ব্যাটারি চালিত অটো বাইক আটক অভিযান শুরু হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরো খবর