শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

তৈমূর আলমকে অভিভাবকমানেন এটিএম কামাল

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭

যুগেরচিন্তা২৪.কম : চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে যাননি বিএনপির চেয়ারপারসনের উপদেস্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. তৈমূর আলম খন্দকার। তবে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলেন তিনি। এর কারণ নারায়ণগঞ্জ বিএনপির কোনো কমিটির পক্ষ থেকেই তাকে কর্মসূচির কথা জানানো হয়নি। তবে তৈমূর আলম দাবি করেছেন, তাকে কেন্দ্র থেকে জানানো হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সাথে জাতীয় শহীদ মিনারে গিয়েছেন। তৃণমূলের দাবি, দলের মধ্যে ঐক্য গড়ার পরিবর্তে নতুন দুই কমিটিই বিভাজনের পথে এগোচ্ছে। যার প্রথম উদাহরণ তৈমূর আলমসহ অন্যদের কর্মসূচির ব্যাপারে না জানানো। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে চাষাড়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এখানে দেখা যায়নি তৈমূর আলম খন্দকারকে। কর্মসূচির ব্যাপারে জানানোটা দরকার ছিল। কিন্তু সেটি জেলা ও মহানগর কমিটির কোনো নেতাই করেনি। যা স্পষ্ট বিভাজন। এ ব্যাপারে অ্যাড. তৈমূর আলম খন্দকার বলেন, আমাকে কেন্দ্র থেকে বলা হয়েছিল তাদের সাথে কেন্দ্রিয় শহীদ মিনারে যাওয়ার জন্য। তাই আমি কেন্দ্রিয় কর্মসূচিতেই অংশগ্রহণ করেছি। জেলা ও মহানগরের কোন বিষয় নিয়ে আমি কথা বলতে রাজী নই। আমাকে এ ব্যাপারে প্রশ্ন করবেন না। আমি কেন্দ্রীয়ভাবেই থাকতে চাই। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুন মাহমুদ বলেন, আমি অ্যাড. তৈমূর আলম খন্দকারকে বলার জন্য তার মুঠোফোনে কল করেছিলাম। তিনি কল রিসিভ করেন নি। মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল বলেন অ্যাড. তৈমূর আলম খন্দকার হচ্ছেন আমাদের অভিভাবক, তিনিই আমাদের খোঁজ খবর রাখবেন। তিনি বেগম খালেদা জিয়ার উপদেস্টা তার দায়িত্ব হচ্ছে জেলার সকল বিষয়েই খবর রাখা। তিনি জেলার সাবেক সভাপতি ছিলেন তাই সকল বিষয়েই তিনি দক্ষ।
এই বিভাগের আরো খবর