মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

পুলিশ-জনতা একসাথে কাজ করলে উন্নয়ণ অগ্রযাত্রাকে কেউ ঠেকাতে পারবে না : শামীম ওসমান

প্রকাশিত: ২১ মার্চ ২০১৭   আপডেট: ২১ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ডিসি ও এসপি তাদের টিম নিয়ে নারায়ণগঞ্জবাসীর সেবায় দিনরাত কাজ করছেন। তারা মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদেরও দমন করতে সাহসী ভুমিকা পালন করছে। যার সুফল আমরা সবাই ভোগ করছি। যদি পুলিশ জনতা একসাথে কাজ করে তাহলে কেউ আমাদের উন্নয়ণ অগ্রযাত্রাকে ঠেকাতে পারবে না। মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে জেলা কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশের প্রধান সমন্বয়ক মঈনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজী মাহবুবুর রহমান, বিপিএম, পিপিএম, জেলা প্রশাসক রাব্বী মিয়া, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম সেলিম ওসমান, সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডা. শাহনেওয়াজ,নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর সভাপতি খালেদ হায়দার খান কাজল। শামীম ওসমান আরো বলেন, সম্প্রতি মেয়র আইভী একটি অনলাইনে ইন্টারভিউ দিয়েছেন জেলার এসপি এবং ডিসি ঘুষ দিয়ে নারায়ণগঞ্জে এসেছেন। তারা ব্যস্ত সেই টাকা উসুল করতে। ডিসি, এসপির পুষ্টিং হয় দেশের সর্বোচ্চ দপ্তর থেকে তাহলে তারা ঘুষ দিলেন কাকে?। তার এমন বক্তব্যে আমরা সবাই বিভ্রান্ত। তিনি বলেন, ২ লাখ পুলিশ সদস্য রাত জেগে পাহাড়া দেয় বলেই আমরা ১৭ কোটি মানুষ শান্তিতে ঘুমাতে পারি। গাড়ীতে পেট্রোল ঢেলে, গান পাউডার নিক্ষেপ করে আগুন দিয়ে নিরীহ মানুষকে পুড়িয়ে মারা এটা কোন ধরনের রাজনীতি। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করতে সারাদেশে জঙ্গী তৎপরতা চালাচ্ছে দেশ বিরোধী একটি চক্র। আল আমিন/এস/এস
এই বিভাগের আরো খবর