শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

রূপগঞ্জ প্রেসক্লাবের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৭   আপডেট: ৩০ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যেগে মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছে । বৃহস্পতিবার সকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউকের) নতুন শহর প্রকল্প রূপগঞ্জের পূর্বাচল উপশহর ৯নং সেক্টর এলাকা থেকে শতাধিক চারাগাছ রোপন করে এ বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন গবেষক, বিশিষ্ট কলামিষ্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম। এ সময় রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারন সম্পাদক খলিল সিকদার, জিএম শহিদ আরিফ হাসান আরব, এসএম শাহাদাত, সাইফুল ইসলাম, ইমদাদুল হক্ব দুলাল, মাহবুব আলম প্রিয়, রুবেল মাহমুদ, মজিবুর রহমান বিজয়,শেখ সুমন, মাসুদ পারভেজ, প্রমূখ। এ সময় প্রেসক্লাব সভাপতি কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম জানান, রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন রাস্তার পাশে ও শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ,ভেষজসহ বিভিন্ন প্রজাতির  ৫ হাজার বৃক্ষরোপণ করা হবে। সবুজ প্রকৃতি রক্ষার সামাজিক আন্দোলনের এ কর্মসূচীতে রূপগঞ্জবাসীসহ দেশের সবমহলকে বেশি বেশি বৃক্ষরোপনের অনুরোধ করেন সাংবাদিক নেতারা। এ সময় পূর্বাচলের স্থানীয় জনগণের মাঝে চারাগাছ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, বর্ষাকাল আসছে তাই এখনই বৃক্ষরোপণের উপযুক্ত সময়। তাই আগামী ১ মাসে রূপগঞ্জের বিভিন্ন এলঅকায় ৫ হাজার গাছ রোপন করা হবে। ডি/এস/এস
এই বিভাগের আরো খবর