শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

খেলাঘর আসর নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে জাতীয় পতাকা মিছিল

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৭   আপডেট: ২৬ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম: স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা মিছিলের আয়োজন করেছে খেলাঘর আসর, নারায়ণগঞ্জ জেলা শাখা। স্বাধীনতার সংগ্রামে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালী ঐক্যবধ্য হয়ে যুদ্ধ করেছিল। বাঙালীর সেই অসাম্প্রদায়ীক চেতনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ গ্রহনের উদ্দেশ্যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ৮ টা থেকে জড়ো হতে থাকে। এ সময় নারায়ণগঞ্জ  খেলাঘর আসরের শিশু আবৃত্তি দল আবৃত্তি পরিবেশন  করে। এছাড়াও  নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের  আহ্বায়ক রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, সদস্য সচিব অঞ্জন দাস, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার সম্পাদক পপি রানী সরকার, বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি লক্ষ্মি চক্রবর্তী, সাংস্কৃতিক সংগঠন মাটির সমন্বয়ক শ্যামল পালসহ নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ মিছিলে অংশগ্রহন করেন । সকাল সাড়ে ৯টায় শহিদ মিনার থেকে মিছিল শুরু হয়ে নিতাইগঞ্জ নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহনকরা শিশুদের প্রত্যেকের হাতে ছিলো জাতীয় পতাকা । ঢোলের তালে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মিছিলটি সম্পন্ন হয়। উল্লেখ্য. খেলাঘর নারায়ণগঞ্জ জেলা প্রতি বছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে জাতীয় পতাকা মিছিলের আয়োজন করে থাকে। হিয়া/এস/এস
এই বিভাগের আরো খবর