শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

রূপগঞ্জে বৃদ্ধ ও দুই নারীকে পিটিয়ে আহত

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৭   আপডেট: ১১ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটম (রূপগঞ্জ) : রূপগঞ্জে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজারা তাদের চাচা সমর আলী (৭০) কে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগে জানা গেছে। এসময় সমর আলীর মেয়ে সুফিয়া বেগম ও ছেলের বউ রেহেনা আক্তারকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত সমর আলী জানান, গত চার মাস আগে সমর আলীর জমি তার ভাতিজা মিলন মিয়া জোর পূর্বকভাবে দখল করে দোকানপাট তুলে। পরে স্থানীয় ইউপি সদস্যসহ গ্রামের গন্যমান্য লোকজন বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলে মিলন মিয়া বিচার শালিশ না মেনে চলে যায়। ওই বিরোধের জের ধরেই মঙ্গলবার সকালে ভাতিজা মিলন মিয়াসহ তাদের পরিবারের লোকজন চাচা সমর আলীর বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালাগালি করলে সমর আলী এতে বাঁধা প্রদান করেন। এসময় মিলন মিয়াসহ তার লোকজন চাচা সমর আলীকে পিটিয়ে আহত করলে তিনি মাটিতে লুটিয়ে পরেন। পরে সমর আলীকে বাঁচাতে তার মেয়ে সুফিয়া বেগম ও ছেলের বউ রেহেনা আক্তার এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যপারে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দুলাল/এস/এস
এই বিভাগের আরো খবর