শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ফতুল্লায় পুলিশ-আনসার সংঘর্ষের ঘটনায় সমঝোতা

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৭   আপডেট: ২৮ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (ফতুল্লা) : ফতুল্লায় পুলিশ ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষ ও অস্ত্র লুটের ঘটনাটি নিয়ে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়ছে। এসময় পুরো ঘটনাটি নিয়ে উভয়পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ সমঝোতার বিষয়টি বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ব্যাপারে জেলা পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ অঞ্চল শরফুদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ডেকে বিষয়টি তদন্ত করি। এতে পুরো ঘটনাটি তুচ্ছ বিষয়ে ঘটেছে বলে প্রমাণ পাওয়া যায়। সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অজিত কুমার দাস জানান, উভয়পক্ষের তদন্তে ঘটনাটি তুচ্ছ ও ভূল বোঝাবুঝি প্রমাণিত হয়েছে। এরপর পুলিশের সঙ্গে আলোচনায় বিষয়টি সমঝোতা হয়েছে। উল্লেখ্য, গত রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টায় সড়কে গাড়ি রাখা নিয়ে ফতুল্লার শিহাচর এলাকায় অবস্থিত এমপি সেলিম ওসমানের মালিকানাধীন উইসডম গার্মেন্টে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে থানা পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়ি ভাংচুর ও একটি অস্ত্র লুটের অভিযোগ উঠে আনসার সদস্যদের বিরুদ্ধে। আল আমিন/এস/এস
এই বিভাগের আরো খবর