শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ইজ্জতের মূল্য ১ লাখ টাকা!, ধর্ষিতাকে এলাকা ছাড়ার নির্দেশ

প্রকাশিত: ২২ মার্চ ২০১৭   আপডেট: ২২ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে এক গৃহবধুকে ধর্ষনের ঘটনায় গ্রাম সালিসে ওই গৃহবধুর ইজ্জতের মূল্য ১ টাকা নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশপাশি ওই গৃহবধুকে  জরিমানার টাকা নিয়ে এলাকা ছাড়ার হুকুম দিয়েছে শালিসের বিচারকরা। গ্রাম সালিসে বিচারকদেরর এ প্রহসনে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর ইউনিয়নের ইউসুফগঞ্জ গ্রামের শুক্কুর মিয়ার বাড়িতে। ধর্ষক শুক্কুর মিয়ার ইয়ারুপ (১৮)। জানা গেছে, সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউসুফগঞ্জ গ্রামে ধর্ষিতা ও তার স্বামী সজল মিয়া শুক্কুর মিয়ার বাড়িতে ভাড়টিয়া হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। স্বামী সজল গাড়ী চালক। ঘটনার দিন তার স্বামী কাজে ছিল। গত মঙ্গলবার ফাঁকা বাড়িতে ওই গৃহবধূকে একা পেয়ে বাড়ির মালিক শুক্কুর আলীর ছেলে ইয়ারুপ অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে। ঘটনাটির সঠিক বিচারের দাবীতে ধর্ষিতার স্বামী সজল মিয়া বাদী হয়ে থানায় মামলা করতে গেলে বাড়ির মালিক তাকে নানা রকম ভয়ভীতি দেখান। থানায় মামলা করলে তাকে এলাকা ছাড়া করবে ও মুখ খুললেই জবাই করে বালু নদীতে ভাসিয়ে দিবে বলে হুমকী দেয়া হয়। পরে রূপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন ব্যাপারীর নির্দেশে একটি গ্রাম্য  শালিস বসানো হয়। এ শালিসে রায় হয় ধর্ষিতাকে নগদ ১ লাখ টাকা জরিমানা গ্রহন করে এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে।  এ সময় অন্যান্য বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন আমান হাজী, শফিকুল ওরফে লেংটা শফি,  শফিকুল ইসলাম, জাহিদ, মতিউর ও শাহীন মোল্লা। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। দুলাল/এস/এস
এই বিভাগের আরো খবর