শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

নারায়ণগঞ্জ কলেজে বঙ্গবন্ধুর ৯৮ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৭   আপডেট: ১৮ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : নারায়ণগঞ্জ কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০১৭ উদ্যাপিত হয়েছে। এ সময় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও বিভাগীয় চ্যাম্পিয়ন ফুটবল টিমকে সংবর্ধনা দেয়া হয়। শনিবার সকাল ১১টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী চাঁদ সুলতানার সভাপতিত্বে কলেজ প্রাঙ্গনে কেকে কেটে এর সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসরিন ওসমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কলেজের উপাধক্ষ্য রুমন রেজা নারায়ণগঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি ও সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে এবং জাতির জনকের বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত বিবরণী স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথি সেলিম ওসমান তার বক্তব্যে বলেন, কলেজের শিক্ষার্থীদেরকে আরো মনোযোগী হওযার জন্য সকল ধরণের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয়া হবে। ২০১৭ সালের মধ্যে কলেজের অর্থায়নে কলেজের ৮ম তলা ভবনের কাজ করা হবে। নটরডেম কলেজের ছাত্ররা যেভাবে অগ্রাধিকার পায়, নারায়ণঞ্জ কলেজের ছেলেরা তাই পাবে। খেলাধূলা এবং সাংস্কৃতিক  সকল ক্ষেত্রে শিক্ষার্থীদের আরো কার্যকরী হওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের মধ্য থেকে নারী ফুটবল টিমের দাবি উঠলে তিনি বলেন, মেয়ে মানুষ নিয়ে এত বিপদে আছি সাবেক প্রধানমন্ত্রী মহিলা, বর্তমান  প্রধানমন্ত্রী মহিলা, মন্ত্রৗ ও এমপি মহিলা। মেয়েরা এখন সর্বোচ্চ পর্যায়ে। আমি সেলিম ওসমান এমপি গিরি করতে যাই কইতে হয় ম্যাডাম। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর বক্তৃতা দানকারী কলেজের উপাধ্যক্ষ রুমন রেজাসহ ৪ শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করেন। বিভাগীয় চ্যাম্পিয়ন ফুটবল টিমের সকল সদস্যকে একটি করে মোবাইল প্রদান করা হয়। ফুটবল টিম নটরডেম কলেজকে ৩-১ গোলে হারিয়ে বিজয়ী হয়। পুরষ্কার গ্রহনকালে ফুটবল টিমের ক্যাপ্টেন শাওন বলে, কলেজ থেকে আরো সুযোগ সুবিধা ও বিদেশে ট্রেনিং এর ব্যবস্থা করা হলে আমাদের জন্য ভালো হয়। সবশেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। হিয়া/এস/এস
এই বিভাগের আরো খবর