শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

কর্মীদের ক্ষোভ দুই নেতার উপর: বঙ্গবন্ধুর জন্মদিনে ফতুল্লা ছিল নীরব

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৭   আপডেট: ১৭ মার্চ ২০১৭

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ফতুল্লায় তেমন গা করে পালন করেনি ফতুল্লা থানা আওয়ামীলীগ ও অঙ্গদলগুলো। এ নিয়ে দলের নেতৃবৃন্দের মধ্যে চলছে  ক্ষোভ। অন্তর্দ্বন্দ্বে রয়েছে ফতুল্লা থানা আ’লীগ। অপরদিকে সামনে থানা কাউন্সিল  এনিয়েও দুই প্রভাবশালী নেতার মধ্যে রয়েছে অদৃশ্য  কোন্দল।  যার কারণে দলীয় কর্মকান্ডও অনেক মুখ থুবড়ে পড়ছে ফতুল্লায়।  এমন দাবী দলীয় কর্মীদের। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের মধ্যে ফতুল্লায় আওয়ামীলীগের একটি শক্ত অবস্থান রয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ¦ একে এম শামীম ওসমানও ফতুল্লা থানা আ’লীগকে নিয়ে গর্ববোধ করেন। ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক এম শওকত আলী। বিভিন্ন সভা সমাবেশে দুই প্রভাবশালী নেতা বলে থাকেন, ‘ফতুল্লা থানা আওয়ামীলীগ সুসংগঠিত। দলের মধ্যে কোন কোন্দল নেই’। তবে ফতুল্লার তৃণমূল নেতাকর্মীদের দাবী, উল্লেখিত দুই নেতার আজ্ঞাবহ ও কাছের মানুষ ছাড়া দলীয় কোন কর্মকান্ড, অন্য নেতাকর্মীরা জানেন না বা তাদেরকে জানানো হয় না। বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে  ফতুল্লা থানা আওয়ামীলীগের সভপতি এম সাইফুল্লাহ বাদল তার বাসভবনে  প্রথম প্রহরে  কেক কেটে নিজের কাছের মানুষদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছেন। শুক্রবার সকাল থেকেই সাইফুল্লাহ বাদল পঞ্চবটিস্থ এ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের ভিতরে একটি স্কুলের মিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠানে ছিলেন। অপরদিকে সন্ধ্যায় কাশিপুরে একটি যুবলীগ অফিসে কেক কেটেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। অপরদিকে সাধারণ সম্পাদক এমশওকত আলী হাতে গোনা কয়েকটি অনুষ্ঠানে গিয়েছিলেন। তবে দলীয় নেতাকর্মীদের অনেকে আশায় থাকলেও ফতুল্লায় তেমন কোন কার্যক্রম ছিল না থানা আওয়ামীলীগের।   থানা আওয়ামীলীগের মূল কমিটির অনেকেই চলে গেছেন ঢাকায় । সেখানে ঢাকার নেতাদের সাথে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে। ফতুল্লায় যেভাবে ঘটা করে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন পালন করার কথা,তেমন ভাবে পালন না হওয়ায় নেতাকর্মীরা মনে কষ্টে ছিলেন। এব্যাপারে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে ফতুল্লা থানা আ’লীগের পক্ষ থেকে বড় কোন আয়োজন করা হয়নি। তবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। বেশ কিছু স্থানে কেকও কাটা হয়েছে।   মূল দল ও অঙ্গ দলগুলো যে যার মতো করে দিবসটি উদযাপন করেছে।
এই বিভাগের আরো খবর