শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ২৫ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : দুর্যোগপূর্ণ আবহাওয়ার নিষেধাজ্ঞা কেটে যাওয়ার পরই সোমবার বিকেল থেকে কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ছিল। তবে ছোট আকারের লঞ্চগুলোর চলাচল বন্ধ রয়েছে। এছাড়া অন্যান্য দিনের তুলনায় যাত্রীও ছিল অনেক কম। যে কারণে লঞ্চও ছেড়েছে কয়েকটি। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে ৭টি রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। তবে সকাল ৯টার পর আবহাওয়ার সামান্য উন্নতি হলে চাঁদপুরের উদ্দেশ্যে একটি লঞ্চ ছেড়ে গেলেও এরপর আবহাওয়ার অবনতি হওয়ায় তা আবারও বন্ধ ঘোষণা করা হয়। দুপুর ১২টার পরে চাঁদপুর, ওয়াপদা ও মতলবের উদ্দেশ্যে কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় শুধুমাত্র ঊর্ধ্বতনদের নির্দেশে ৬৫ ফুটের উপরের লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য দিনের তুলনায় যাত্রী যেমন কম ছিল তেমনি লঞ্চও কম ছেড়েছে। উল্লেখ্য, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে ৭টি রুটে ৭০টির মতো লঞ্চ চলাচল করে। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ রুটে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৬-৭ টা পর্যন্ত ২০ মিনিট পর পর লঞ্চ ছেড়ে যায়। এই রুটে ২৫টি লঞ্চ চলাচল করে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর রুটে ১৫টি, মতলব-মাছুয়াখালী রুটে ১৯টি, হোমনা-রামচন্দ্রপুর ১টি, ওয়াবদা, সুরেশ্বর-নরিয়া (শরিয়তপুর) কয়েকটি লঞ্চ চলাচল করে।
এই বিভাগের আরো খবর