শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

রাজনীতিবিদের যা বড় গুন এমপি খোকার মধ্যে তা আছে : ডালিয়া লিয়াকত

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ২৪ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সোনারগাঁ) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকত বলেছেন, লিয়াকত হোসেন খোকা দীর্ঘদিন যাবত জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত আছেন। তিনি সর্বদাই মানুষকে উপকার করতে ভালোবাসেন। এমপি হওয়ার আগেও তিনি মানুষের উপকার ছাড়া কখনো ক্ষতি করেননি। একজন রাজনীতিবিদের জন্য এটি একটি বড় গুন। সোমবার বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম দামাদরদী এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময়  মোর্শেদা বেগমকে সভাপতি ও রুবিনা আক্তারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জাতীয় মহিলা পার্টির ওয়ার্ড কমিটি গঠন করা হয়। মতবিনিময় সভায় মোর্শেদা বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান জাহানারা আক্তার, বৈদ্যেরবাজার ইউপির মহিলা মেম্বার ও জাপা নেত্রী সুরাইয়া বেগম, আনোয়ারা বেগম, জাপা নেত্রী আয়েশা আক্তার, লাভলি আক্তার, শরীফা আক্তার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতা আনিসুর রহমান রানা, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আইয়ুব আলী মেম্বার, সাধারণ সম্পাদক কামাল পারভেজ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ আলী, উপজেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, বৈদ্যেরবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম, জাপা নেতা আলী হোসেন, উপজেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক সেকান্দার আলী, ছাত্র সমাজ নেতা সাইদুল ইসলামসহ এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ। ডালিয়া লিয়াকত আরো বলেন, সোনারগাঁয়ের নারী সমাজ হয়তো নিজেদের দাবি-দাওয়ার কথা সরাসরি তার কাছে বলতে সাহস পায় না। সেজন্যই তিনি আমাকে জাতীয় মহিলা পার্টিকে সুসংগঠিত করার দায়িত্ব দিয়েছেন। জাতীয় মহিলা পার্টির নেতাকর্মীরা নিজ নিজ এলাকার নারীদের সমস্যা ও দাবি-দাওয়ার কথা চিহ্নিত করে এমপি সাহেবকে জানাবেন। পরে এমপি সাহেব নেতাকর্মীদের নিয়ে তা সমাধানের উদ্যোগ নিবেন।
এই বিভাগের আরো খবর