শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

জালকুড়িতে ভ্রাম্যমান আদালতে ৪ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৭   আপডেট: ৯ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : জালকুড়িতে দুটি  বেকারী ও রেস্তোরায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।  ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে জালকুড়ি এলাকায় ওই ৪ প্রতিষ্ঠানকে ৯০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় রতন নামে একজন’কে আটক করেন ভ্রাম্যমান আদালত।  নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-জাকি (সহকারী কমিশনার ভূমি কমিশনার ) রোববার বিকেলে ওই অভিযান পরিচালনা করেন। জানা গেছে, জালকুড়ি বাসষ্ট্যান্ড এলাকায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে কান্ট্রি ষ্টাইল কফি হাউস নামের ফাস্ট ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জরিমানা অনাদায়ে হেলাল উদ্দিন প্রধানের কফি হাউসের ম্যানেজার রতনকে আটক করেন ভ্রাম্যমান আদালত। একই অভিযানে জালকুড়ি পশ্চিম পাড়া ‘ফুলসেরাত বেকারী’কে ৩০ হাজার টাকা এবং জালকুড়ি বাস ষ্ট্যান্ড এলাকার ‘প্রান প্রিয় বিরিয়ানী হাউস’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একই এলাকার আশরাফুল ফুডস্ নামক আরো একটি বেকারীতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করে আদালত। অভিযান পরিচালনাকারী  নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-জাকি বলেন,  ভেজাল ও অসাস্থ্যকর খাবার তৈরি ও বিক্রয়ের দায়ে জালকুড়ী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দু’টি  বেকারী ও দু’টি  রেস্তোরার কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই বিভাগের আরো খবর