শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বামমোর্চার হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে গণসংহতির মানববন্ধন

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭

যুগেরচিন্তা ২৪ ডট কম গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামমোর্চার ডাকা মঙ্গলবারের অর্ধ দিবস হরতালের সমর্থনে নারায়ণগঞ্জ গণসংহতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলার সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী সংহতির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নারী নেত্রী পপি রাণী সরকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সভাপতি মশিউর রহমান রিচার্ড, পরিবেশ আন্দোলন নেতা রায়হান জামান সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে সভাপতির বক্তব্যে তরিকুল সুজন বলেন মন্ত্রী এমপিদের লুটপাটের টাকা যোগানোর জন্যই সরকার গ্যাসের দাম বৃদ্ধি করেছে। এ সরকারের সময়ে কোন মানুষ ভাল নেই। কোথাও মানুষের নিরাপত্তা নেই। সরকার বারবার গ্যাসের মূল্য বাড়ালেও আমাদের মায়েরা গ্যাসের অভাবে রান্না করতে পারছেন না। গ্যাস সঙ্কট কিংবা মূল্য বৃদ্ধি সকল ক্ষেত্রেই ভুক্তভোগী সাধারণ মানুষ। জনগনের কথা চিন্তা করে সরকার এ মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি পরিবহন মালিক শ্রমিক ও সাধারণ মানুষকে হরতালের সমর্থনে মঙ্গলবার পরিবহন চলাচল বন্ধ রাখাসহ ঢাকায় যাতায়াত বন্ধ রাখার আহ্বান জানান। গণসংহতি আন্দোলন জন্ম থেকেই গণ-মানুষের পক্ষের রাজনীতি করে আসছে বলে তিনি মন্তব্য করে বলেন, সমাজের বিশৃঙ্খলা বন্ধ করার একমাত্র উপায় মেহনতি মানুষের পক্ষের রাজনীতিকে শক্তিশালী করা। গার্মেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক শ্রমিক নেতা অঞ্জন দাস তার বক্তব্যে বলেন, সরকার সিলিন্ডার ব্যবসায়ীদের সার্থে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকার বাংলাদেশের গ্যাসকে তাদের লুটপাটের ক্ষেত্র হিসেবে রূপান্তরিত করেছে। গ্যাসের দাম বৃদ্ধি পেলে দেশীয় উৎপাদন খাত ধ্বংসের দিকে যাবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বাড়ি ভাড়াসহ বেড়ে যাবে জীবন যাত্রার ব্যয় যা সাধারণ মানুষের কাছে মরার উপর খাড়ার ঘা হিসেবে হাজির হবে। আগামীকালের এ হরতালের পর যদি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না হয় তবে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সারাদেশ ব্যাপী আরো বড় আন্দোলন গড়ে তোলা হবে। বাংলাদেশ ছাত্রফেডারেশন নারায়ণগঞ্জের সহ-সভাপতি আরিফ হোসেন নয়ন এই মানব-বন্ধনের সঞ্চালনা করেন।
এই বিভাগের আরো খবর