শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ভুমি সপ্তাহ উপলক্ষ্যে গোদনাইলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৭   আপডেট: ৬ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : দেশের উন্নয়নের অংশিদার হউন, নিয়মিত ভুমি উন্নয়ন কর পরিশোধ করুন, এ স্লোগানে নারায়ণগঞ্জ ভুমি সেবা সাপ্তাহ-২০১৭ উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় গোদনাইল ইউনিয়ন ভুমি অফিসে উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোদনাইল ইউনিয়ন ভুমি অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট সারওয়াত মেহজাবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহল আমিন মোল্লা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ড বীরমুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা মজিদ সাউদ, সিদ্ধিরগঞ্জ সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের কানুনগো আতিকুর রহমান তালুকদার, সার্ভেয়ার ইকবাল হোসেন, সমাজ সেবক স্বপন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জনগনের ধার গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে ভূমি অফিস কাজ করছে। ভুমি অফিসে দালাল চক্র মুক্ত করা ও  ভুমি সংক্রান্ত সে কোন সেবা দিতে ভুমি অফিসের কর্মকতারা সব সময় প্রস্তুত রয়েছে। পাশাপাশি বলতে চাই নিয়মিত ভুমি কর পরিশোধ করে সরকারের রাজস্ব গঠনে অংশিদার হউন।
এই বিভাগের আরো খবর