শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

যথাযোগ্য মর্যাদায় না.গঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৭   আপডেট: ২৬ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে ফুল দিয়ে বরণ করে নেয় নারায়ণগঞ্জবাসী। রোববার (২৬ মার্চ) ভোরে চাষাঢ়া বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সুশিল সমাজ, মুক্তিযোদ্ধা সংসদ, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেনী পেশার অগনিত মানুষ। এসময় বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী বাঙ্গালী জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পার্ঘ্য অর্পন শেষে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধা সংসদ শহরে শান্তিপূর্ন ভাবে লাল সবুজের পতাকা হাতে র‌্যালী করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। প্রথমে জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার মইনুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রধান রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচি সম্পন্ন করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে ইসদাইদের ওসমানী ষ্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নানাবিধ ডিসপ্লে প্রদর্শন করেন। এইদিকে সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপি বৃহৎ একটি র‌্যালী সহ শহীদ মিনারে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহ্মুদ, মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামাল। এছাড়া জেলার রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও বন্দর উপজেলার বিভিন্ন স্থানে বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। আল আমিন/এস/এস
এই বিভাগের আরো খবর