শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

যুক্তরাষ্ট্রে প্রস্তাব : পাকিস্তানের সাধুবাদ, ভারতের প্রত্যাখ্যান

প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৭   আপডেট: ৫ এপ্রিল ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি আলোচনা নিয়ে পরস্পরবিরোধী প্রতিক্রিয়া দেখিয়েছে দেশ দুটি।জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি দুই দেশের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতার প্রস্তাব দেয়। এ প্রস্তাবে সাধুবাদ জানিয়েছে পাকিস্তান কিন্তু প্রত্যাখ্যান করেছে ভারত।নিকি হ্যালি প্রস্তাব করার পর ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আইজাজ আহমেদ চৌধুরী বলেছেন, ‘দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রের যেকোনো ইতিবাচক পদক্ষেপ এ অঞ্চলের জন্য মঙ্গল বয়ে আনতে পারে।’এপ্রিল মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্র। এর পর সোমবার নিকি হ্যালি নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় ভারত-পাকিস্তানের বৈরিতার ইস্যুটি তুলে ধরেন।নিকি হ্যালি বলেন, ‘এটি সত্যিই ঠিক যে, ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে বর্তমান প্রশাসন উদ্বিগ্ন। ভবিষ্যতের যেকোনো সংঘর্ষ প্রশমনে আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই।’ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি ইঙ্গিত দিয়েছেন, দক্ষিণ এশিয়ার প্রধান দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যে বিভেদ দূর করতে আলোচনায় অংশ নিতে চায় ট্রাম্প প্রশাসন। তথ্যসূত্র : ডন অনলাইন।
এই বিভাগের আরো খবর