শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

বন্দরে বিষধর কিং কোবরাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৭   আপডেট: ১১ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : বিষধর সাপ কিং কোবরাকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার রাতে বন্দর থানার ঘারমোড়া এলাকাস্থ দিনমজুর রুহুল আমিন মিয়ার বাড়ীতে উক্ত সাপটি পিটিয়ে হত্যা করা হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাপের বসবাসের স্থান নষ্ট হয়ে যাওয়ার কারনে বিষধর সাপ এখন মানুষের ঘরবাড়ীতে আশ্রয় নিচ্ছে। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় প্রায় ৫ ফুটের একটি কিংকোবরা ঘারমোড়া এলাকার রুহুল আমিনের ঘরে প্রবেশ করে। ঘরের লোকজন সাপটিকে দেখতে পেয়ে এলাকাবাসীকে সংবাদ দেয়। পরে এলাকাবাসী বিষধর কিংকোবরাকে পিটিয়ে হত্যা করে। এ ব্যাপারে তেল ব্যবসায়ী ইসা মিয়া জানান, এক সময় ঘারমোড়া এলাকার হারেজ মিয়ার ছাড়া বাড়ি বিষধর সাপের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি ছিল। উক্ত ছাড়া বাড়ির গাছপালা কেটে নেওয়া ও খাদ্যের অভাবসহ বিভিন্ন কারনে সাপের বসবাসস্থল ভেঙ্গে পরে। এ কারনেই সাপ তার বসবাসের স্থান না পেয়ে সাধারন মানুষের ঘরবাড়ীতে ঢুকে পড়ছে।
এই বিভাগের আরো খবর