শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

জনসংখ্যা তহবিলে অর্থায়ন করবে না যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৭   আপডেট: ৪ এপ্রিল ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন থেকে বিশ্বের দেড় শতাধিক দেশে পরিবার পরিকল্পনা প্রকল্প পরিচালনাকারী এই সংস্থায় আর অর্থায়ন করবে না যুক্তরাষ্ট্র।অর্থায়ন প্রত্যাহারের ব্যাখ্যায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই প্রোগ্রাম পরিচালনায় অংশগ্রহণ ও সমর্থনের মানে হচ্ছে, দমনমূলক গর্ভপাত ও অনৈচ্ছিক নির্বীজকরণে শামিল থাকা।’এর মাধ্যমে চলতি অর্থ বছরে সংস্থাটি থেকে ৩২ দশমিক ৫ মিলিয়ন ডলার প্রত্যাহার করে নিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের কোনো কর্মসূচি থেকে এই প্রথম মার্কিন অনুদান প্রত্যাহার করলো ট্রাম্প প্রশাসন।তবে ইউএনএফপিএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে তারা দুঃখ প্রকাশ করছে। এর জন্য কোনো আইন ভঙ্গ হয়নি।প্রসঙ্গত, চলতি বছরের প্রথম দিকে গর্ভপাত সংক্রান্ত সেবা প্রদান বা পরামর্শদাতা কেনো আন্তর্জাতিক সংস্থাকে অনুদান দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই বিভাগের আরো খবর