শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

রাজধানীতে পৃথক ঘটনায় নারী ও শিশুর আত্মহত্যা

প্রকাশিত: ৮ আগস্ট ২০১৭   আপডেট: ৮ আগস্ট ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: রাজধানীর কলাবাগান ও বাড্ডায় পৃথক ঘটনায় এক শিশু ও এক নারী আত্মহত্যা করেছে। তাদের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সোমবার (০৭ আগস্ট) দিবাগত রাতে কলাবাগানে রহিমা (১০) ও বাড্ডায় গীতা রানী (৪০) আত্মহত্যা করে। শিশু রহিমার মা সাহিদা জানান, তিনি বাসা-বাড়িতে কাজ করেন। বসুন্ধরা সিটি মার্কটের পাশে লাকী হোটেলের গলিতে একটি বাসায় ভাড়া থাকেন। রাতে কাজ শেষে বাসায় এসে দেখেন বাথরুমের ভেতর ঝর্ণার সঙ্গে গলায় ওড়না দিয়ে রহিমা ঝুলছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ১টায় দায়িত্বরত চিকিৎসক রহিমাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, গীতা রানীর স্বামী চন্দন জানান, তিনি মুচির কাজ করেন। কাজ শেষে বাসায় ফিরে দেখেন গীতা ঝুলছে। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢামেকে নিয়ে গেলে রাত সোয়া ১টার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃতদেহ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।
এই বিভাগের আরো খবর