শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বেঈমানদের চিনতে শুরু করেছি, সবাই যেনো চিন্তা ভাবনা করে কথা বলে : শামীম ওসমান

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৭   আপডেট: ৭ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন, বঙ্গবন্ধু সকলকে বিশ্বাস করতেন, কিন্তু শেখ হাসিনা বেঈমানদের শনাক্ত করে নিয়েছেন। আর যেহেতু তিনি বেঈমানদের শনাক্ত করে নিয়েছেন সেহেতু তার সাথে বেঈমানী করে কেউ পার পাবেন না। আমিও বেঈমানদের নতুন করে চিনতে শুরু করেছি। আমাদের সম্মান অর্জনের মাধ্যম জাতির পিতা, তিনিই আমাদের আদর্শ। তাই আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে র‌্যালীর দিন অবশ্যই সঠিক সময়ে এসে উপস্থিত হবো এবং শৃঙ্খলিত ভাবে র‌্যালি পালন করবো। এই র‌্যালীর পর থেকে যেনো নারায়ণগঞ্জে আওয়ামী  লীগের বিরুদ্ধে কথা বলতে সবাই যেনো চিন্তা-ভাবনা করে কথা বলে। সোমবার জাতির পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উদ্যোগ নেওয়া ১২ই আগস্টের শোক র‌্যালীর প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ রাইফেল্স ক্লাবের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি কমান্ডার গোপিনাথ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, আইন বিষয়ক সম্পাদক এড. ওয়াজেদ আলী খোকন, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নাজমুল আলম সজল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, জেলা তাঁতীলীগের সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদল, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক এড. সুইটি ইয়াসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। শামীম ওসমান আরো বলেন, আমি উদ্যোগ নিয়েছি। সবাইকে দাওয়াত দিলাম, এরপরেও যদি কেউ বলেন, এই আয়োজনে আমি অমুকের কারনে যাবো না, তার ভিতরে কতোটা আদর্শ আছে তা প্রমাণ হয়ে যাবে। আমি শুধু রাস্তায় দাঁড়িয়ে র‌্যালী করতে চাই। এই মিছিল আমার জন্যে নয়। এই র‌্যালীতে আমার ব্যাক্তিগত কিছু পাওয়ার নেই। আমি শুধু ফতুল্লা আর সিদ্ধিরগঞ্জ নিয়ে পরে থাকলেই এমপি হতে পারি। আমি আগেও বলেছি আবারও বলছি এমপি হওয়া কোনো বড় ব্যাপার নয়। আমি সাংসদ হই বা না হই এতে কারও কোনো লাভ-লোকসান নেই তবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নাহলে জাতির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই কে কী বললো, কে কী বললো না, সেটা আমার বিবেচনা করা উচিৎ না। তিনি আরো বলেন, যেহেতু আমি রাজনীতিটা বুঝে করি, কোথায় কী হচ্ছে তা আমি খবর রাখি। আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আমাদের এখন প্রচন্ডভাবে এক থাকার সময়, বিভেদ হওয়ার সময় নয়। তবুও যদি কেউ ব্যাক্তি স্বার্থে তা করতে চায়, করতে পারে, তবে আমি সেই ভুল করবো না। আমি সকলকে নিয়ে র‌্যালী করতে চাই, এখানে জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক বাদল আছেন আমি তার উদ্দেশ্যে বলবো আপনি সকলকে দাওয়াত দেন। আমার মূখ্য বিষয় র‌্যালী করা, আমি সেখানে আব্দুল হাই সাহেব, আনোয়ার সাহেব, খোকন সাহেব এবং আইভীকে থাকার অনুরোধ করছি। সকলকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। শামীম ওসমান বলেন, আওয়ামীলীগে নেতায় নেতায় বিরোধ থাকতে পারে কিন্তু কর্মীদের মাঝে কোন বিরোধ নেই। খেলা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন বা মনে করতে চান যে জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন নওয়াজ শরিফ, বাংলাদেশ হচ্ছে পাকিস্তান আর আমরা পাকিস্তানের বাসিন্দা। এ ধরণের উদ্ভট চিন্তা ভাবনার কোনটাই সত্যি নয়। জাতির পিতার কন্যা শেখ হাসিনা মূলত শেখ হাসিনাই। এটা পাকিস্তান নয়, বাংলাদেশ। আমরা বাংলাদেশী, বঙ্গবন্ধুর আদর্শ সন্তান এবং শেখ হাসিনার কর্মী। মরতে হলে শেখ হাসিনার কর্মী হয়েই মরবো।
এই বিভাগের আরো খবর