শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

মেহজাবিনের এক মুঠো ভালোবাসা

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৭   আপডেট: ৭ আগস্ট ২০১৭

বিনোদন ডেস্ক : কাজলমাখা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মাথায় ওড়না তবে চোখে মুখে লেগে আছে ভয় আর আতঙ্কের ছাপ। এমন লুকে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। দৃশ্যটি ‘এক মুঠো ভালোবাসা’ নাটকের। আলামিন, সেরা জামান ও মেহেদী রনির গল্প অবলম্বনে একক নাটকটি পরিচালনা ও চিত্রনাট্য রচনা করেছেন রাজিব রসুল। নাটক প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘এক মুঠো ভালোবাসা নাটকের গল্পটি ভালোবাসার দ্বন্দ্ব, সুখ, স্বার্থ এবং আবেগের। সন্তান ও বাবা-মায়ের ভালোবাসা, প্রেমিক-প্রেমিকার ভালোবাসা। বিশ্বাস, প্রতিশ্রুতি, না পাওয়ার তীব্র যন্ত্রণা, পাওয়ার চরম আনন্দ অনুভূতি, স্বপ্নের মৃত্যু, স্মৃতি কাতরতা নিয়েই পথ চলা। ভালোবাসার এই পথে চলতে গিয়ে নানা কারণে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। আত্মকেন্দ্রীক মানুষ হীনমন্যতায় ভুল সিদ্ধান্ত নেয়। এরপরও আমাদের পথ চলতে হবে, ভালোবাসতে হবে। কারণ ভালোবাসা মানেই জীবন, ভালোবাসা মানেই বিশ্বাস, ভালোবাসা মানেই সুন্দর- এসব নিয়েই এক মুঠো ভালোবাসা নাটকের কাহিনি।’ মেহজাবিন ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন সালাউদ্দীন লাভলু, ইরফান সাজ্জাদ, অ্যালেন শুভ্র প্রমুখ। ১১ আগস্ট রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।
এই বিভাগের আরো খবর