শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

পুলিশ প্রশাসনের উপর ভরসা না থাকলেও ব্যক্তি পুলিশের সঙ্গে বন্ধুত্ব বাড়ছে

প্রকাশিত: ৬ আগস্ট ২০১৭   আপডেট: ৬ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : জীবনের সংকটে, নিরাপত্তায় আশা আকাঙ্খার প্রতীক পুলিশ। সকল প্রয়োজনে জনগন তাদের কাছে ছুটে যায়, যেমনি ছুটে যায় প্রিয় বন্ধুর কাছে। পুলিশও তাদের শ্লোগানে বলছে পুলিশ জনগনের বন্ধু। বিশ্ব বন্ধু দিবসে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও পুলিশ প্রশাসনের ব্যক্তিদের সঙ্গে কথা হয় বন্ধু দিবস ও পুলিশ জনগনের বন্ধুত্ব নিয়ে। তাদের অনেকেই বলছেন পুলিশ প্রশাসনের স্বাধীনতার অভাবে পুলিশ আজও জনগনের বন্ধু হয়ে উঠতে পারেনি। আর পুলিশ বলছেন শুধু শ্লোগানে নয়, পুলিশ সত্যিকার অর্থেই জনগনের বন্ধু। পুলিশ জনগনের বন্ধুত্ব নিয়ে কথা নগরীর বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে। তারা বলছেন, শ্লোগান দিয়ে বন্ধুত্ব হয় না। বন্ধুত্বের জন্য পারস্পারিক বিশ^াস ও আস্থার প্রয়োজন। সত্যিকার অর্থে পুলিশের সঙ্গে জনগনের আস্থা আর ভরসার সম্পর্ক নেই এমনটি উল্লেখ করে কেউ কেউ বলেন, মানুষ পুলিশকে ভয় পায়। আর যাকে ভয় পায় তার সঙ্গে বন্ধুত্ব হয় না। পুলিশের সঙ্গে জনগন প্রতিনিয়তই বিনয়ের সঙ্গে কথা বলে কিংবা বলতে বাধ্য হয়। কিন্তু পুলিশের বিনয়ী হয়ে উঠা নির্ভর করে ব্যাক্তিক ইচ্ছার উপর। তারা প্রাতিষ্ঠানিক ভাবে বিনয়ী নয়। পুলিশ প্রকৃত অর্থে জনগনের বন্ধু হয়ে উঠতে না পারার কারন জানতে চাইলে তারা বলছেন, যে দলই ক্ষমতায় আসে তারাই পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যাবহার করে। পুলিশকে রাজনৈতিক দল ও ব্যক্তির প্রয়োজনে ব্যবহারের ফলে তারা জনগনের কাছে একটি বল প্রয়োগের বাহিনী হয়ে উঠছে। সবসময় রাষ্ট্রের কথা মত কাজ করতে গিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারছেনা। ফলে জনগনের সেবার মনোভাব নিয়ে পেশায় আসা দেশ প্রেমিক পুলিশেরাও তাদের  আকাঙঙ্খা অনুযায়ী কাজ করতে পারে না। সত্যিকার অর্থে এসব কিছুর জন্যে পুলিশ দায়ী নয় বরং যারা পুলিশকে পরিচালনা করে অর্থাৎ সরকারই এই সব কিছুর জন্যে দায়ী। সরকার চাইলে পুলিশ হতে পারে জনগনের বন্ধু। পুলিশ কিংবা জনগন প্রায় সকলেই বলছেন, প্রতিষ্ঠান আকারে পুলিশের উপর ভরসা না থাকলেও ব্যক্তি পুলিশের সঙ্গে ঠিকই বন্ধুত্ব হচ্ছে। সাংবাবিধানিক ও রাষ্ট্রিয় গণতন্ত্র ছাড়া পুলিশ সত্যিকার অর্থে জনগনের বন্ধু হয়ে উঠতে পারবেনা বলেও তারা মনে করেন। এই প্রসঙ্গে নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক আবু তালেব যুগের চিন্তা ২৪ ডটকমকে বলেন, ব্যক্তি পুলিশের সঙ্গে বন্ধুত্ব হয় অনেকেরই। কিন্তু প্রতিষ্ঠান আকারে পুলিশ প্রশাসনকে শতভাগ মানুষ এখনো বন্ধু ভাবতে পারেনা। তার জন্য যেমন আমাদের কিছু অসাধু পুলিশ দায়ী। তেমনি দায়ী সাধারন মানুষের দৃষ্টি ভঙ্গি। আগের তুলনায় নিজেদেরকে অনেক বেশি আধুনিক এবং অনেক বেশি পেশাদার উল্লেখ করে বলেন, বাংলাদেশ পুলিশ সত্যিকার অর্থেই জনগনেরর বন্ধু হয়ে উঠার চেষ্টা করছে। সরকার ও পুলিশ প্রশাসনের চেষ্টায় জনগনের সেবার প্রতি আমরা আগের তুলনায় এখন অনেক বেশি আন্তরিক। পুলিশ জনগনের বন্ধুত্ব নিয়ে মতামত জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) শরফুদ্দিন বলেন, পুলিশই জনগন জনগনই পুলিশ। পুলিশ জনগনের বন্ধু এখন আর সেটা শ্লোগানে সীমাবদ্ধ নয়। জনগনকে সর্বোৎকৃষ্ট সেবা প্রদানের মাধ্যমে আমরা আমাদের এই শ্লোগানকে বাস্তবায়িত করে চলছি।
এই বিভাগের আরো খবর