শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

শোকের মাসেও সংর্ধ্বনা নিলেন আড়াইহাজারের এমপি বাবু !

প্রকাশিত: ৫ আগস্ট ২০১৭   আপডেট: ৫ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) :  আগস্ট মাসটি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য শোকের মাস। ১৫ আগস্টকে কেন্দ্র করে দলটি শোকাহত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন। বিএনপির চেয়রাম্যান বেগম খালেদা জিয়াকে আগস্টের ১৫ তারিখে তার জ¤œদিন পালন না করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বারণ করা হয়ে থাকে। আগস্ট মাস জুড়েই দলটির নেতাকর্মীরা শোকাহত হয়ে থাকেন। এমাসটি দলটি “রক্তঝড়া” মাসও বলে থাকেন। মাসজুড়েই বুকে ধারণ করা হয়ে থাকে কালোব্যাজ। শোকের এই মাসে খোদ আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবু নিলেন সংর্ধ্বনা। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। থানা আওয়ামী লীগের একনেতা নাম না প্রকাশ করার শর্তে “দৈনিক যুগেরচিন্তা টুয়েন্টিফোর ডটকম”কে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য আগস্ট মাসটি শোকের মাস। এই মাসে এমপি নজরুল ইসলাম বাবু কিকরে সংর্ধ্বনা নিচ্ছেন। তা আমার বোধগম্য নয়। তিনি আরও বলেন, এমপি বাবুর রাজনীতি শুরু জাতীয় পার্টির হাত ধরে। তাই তিনি শোকের বিষয়টি উপলুদ্ধিই করতে পারছেন না। প্রসঙ্গত, ৪ আগস্ট বিকালে আড়াইহাজারে অবস্থিত এএসএম মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে আয়োজিত এক সভায় বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ ও ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ ইনন্সিটিউশন উপজেলা শাখার পক্ষ থেকে এমপি বাবুকে সংর্ধ্বনা দেয়া হয়েছে। এসয় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল রশীদ ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ আরো অনেকে।
এই বিভাগের আরো খবর