শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

কুতুবপুরের আতংক বিল্লাল মিশরীর ভাই ইমরান মিশরী র‌্যাবের গুলিতে নিহত

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৭   আপডেট: ৫ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : অবশেষে ঢাকার কদমতলী থানার ওয়াসা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদকের ডন বিল্লাল মিশরীর বড় ভাই ইমরান মিশরী নিহত হয়েছে । র‌্যাবের সাথে গোলাগুলিতে সে নিহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। শুক্রবার রাত ১০দিকে এ ঘটনা ঘটে। ইমরান মিশরীর মৃত্যুর খবরে কুতুবপুরের রসুলপুর এলাকার জনগন আনন্দ মিছিল করেছে। ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা ১টি পিস্তল,৫ রাউন্ড তাজা গুলি, মাদক বিক্রির ৭৯ হাজার ৮’শত ৬৬ টাকা ও বেশ কিছু ইয়াবা উদ্ধার করেছে। ঢাকার কদমতলী থানা এলাকার দূর্ধর্ষ সন্ত্রাসী বিল্লাল মিশরী। দীর্ঘদিন যাবৎ বিল্লাল মিশরী ও তার বড় ভাই ইমরান মিশরী উল্লেখিত থানা এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছিল। কদমতলী থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী বিল্লাল ও ইমরান। বেশ কিছুদিন আগে কুতুবপুরের রসুলপুরে মাদক বিক্রি করতে বাধা দেয়ায় রাতের বেলা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায় বিল্লাল ও ইমরান বাহিনী। সেই ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলাও দায়ের করা হয়েছিল। কুতুবপুরের ঘটনায় বিল্লাল মিশরী ও ইমরান মিশরীকে গ্রেফতারে বিশেষ অভিযানও পরিচালনা করেছিল ফতুল্লা মডেল থানা ও কদম তলী থানা পুলিশ সদস্যরা। র‌্যাব-১০ এর একজন সদস্য বলেন, গতকাল কদমতলী ওয়াসা এলাকায় বিল্লাল মিশরীর ভাই ইমরান মিশরী মাদক বিক্রি করছে, এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইমরান মিশরী ও বেশ কয়েকজন র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে । র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় র‌্যাবের ৩জন সদস্য আহত হয়। এক পর্যায়ে র‌্যাবের সদস্যরা ওয়াসার পানিতে একটি লাশ পড়ে থাকতে দেখে । পরে তারা নিশ্চিত হয় এটি ইমরান মিশরীর লাশ । অপরদিকে এলাকাবাসী বলেন, কদমতলী থানা এলাকায় মাদক বিক্রি করতে না পেরে রসুলপুরকে মাদকের জোন বানাতে চেয়েছিল বিল্লাল মিশরী বাহিনী। পরে এলাকাবাসী এর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে বিল্লাল মিশরী গত ১৭ ফেব্রুয়ারী রসুলপুরে গোলাগুলি করে । এরপর থেকে রসুলপুরে আতংক বিরাজ করছিল। ইমরান নিহত হওয়ায় তারা খুশি । তবে বিল্লাল মিশরী অধরা থাকায় আতংক এখনো কাটেনি কুতুবপুরের রসুলপুর বাসীর।
এই বিভাগের আরো খবর