শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজ গেলেন সাকিব

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৭   আপডেট: ৪ আগস্ট ২০১৭

ক্রীড়া প্রতিবেদক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নিতে গত শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু ভিসা জটিলতায় সাকিব যেতে পারেননি। অবশেষে গতকাল (বৃহস্পতিবার) রাতে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সিপিএলে অভিষেকের অপেক্ষায় আছেন মেহেদী হাসান মিরাজ। তার দল ত্রিনবাগো নাইট রাইডার্স। ত্রিনবাগোর হয়ে পাঁচ ম্যাচ খেলার কথা মিরাজের। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় সিপিএলের পর্দা উঠবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবেন সনি ইএসপিএন। সিপিএলে সাকিব খেলবেন জ্যামাইকা তলাওয়াসে। ১৫ আগস্ট পর্যন্ত সিপিএলে খেলার অনুমতি পেয়েছেন। এরপর দেশে ফিরে অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্পে যোগ দিবেন সাকিব। সিপিএলে সাকিব আল হাসান নিয়মিত মুখ। জ্যামাইকা তলাওয়াসে গত আসরেও খেলেছিলেন। এর আগে খেলেছিলেন বার্বাডোজ ট্রাইডেন্টসে। সব মিলিয়ে সিপিএলে ২১ ম্যাচে সাকিব বল হাতে নিয়েছেন ২৩ উইকেট। সেরা বোলিং ৬ রানে ৬ উইকেট। ব্যাট হাতে রান করেছেন ১৮২। জ্যামাইকায় এ বছর সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন কুমার সাঙ্গাকারা, ইমাদ ওয়াসিম, লেন্ডল সিমন্স, কেসরিক উইলিয়ামস ও রভম্যান পাওয়েলের মতো ক্রিকেটারকে। সিপিএলে তিন বা চার ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব।
এই বিভাগের আরো খবর