শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

আত্মসমর্পণ করে জামিন পেলেন মাহবুবউদ্দিন খোকন

প্রকাশিত: ৩০ জুলাই ২০১৭   আপডেট: ৩০ জুলাই ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: রাজধানীর পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। রবিবার (৩০ জুলাই) ঢাকার ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা তার জামিনের আবেদন মঞ্জুর করেন। এদিন আসামিপক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম তৌহিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন তাপস পাল। এর আগে গত বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ৩৯ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কামরুল হোসেন মোল্লার আদালত। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে জয়নুল-মাহবুব ছাড়াও আছেন মানবাধিকার সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল ও বিএনপি নেত্রী শিরিন সুলতানা। উল্লেখ্য, রাজধানীর বিজয়নগরে বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি এ মামলাটি করেন পল্টন থানার এএসআই জিয়াউল হক। সবশেষ মামলায় এসআই দেবীকান্ত বর্মণ আদালতে অভিযোগপত্র জমা দেন গত ২৭ এপ্রিল।
এই বিভাগের আরো খবর