শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

নতুন মার্কিন নিষেধাজ্ঞার কড়া জবাব দিবে ইরান

প্রকাশিত: ৩০ জুলাই ২০১৭   আপডেট: ৩০ জুলাই ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: ইরানের ওপর নতুন কিছু মার্কিন নিষেধাজ্ঞার প্রেক্ষাপট নিয়ে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিটি মার্কিন সরকারের হঠকারিতা ও সন্ত্রাসী পদক্ষেপগুলো মোকাবেলা করতে একটি সামগ্রিক পরিকল্পনা অনুমোদন করেছে। শনিবার (২৯ জুলাই) সংসদের এক বিশেষ অধিবেশনে এই পাল্টা পরিকল্পনা পাসের আয়োজন করা হয়। কমিটির সব সদস্য এই পরিকল্পনার পক্ষে ভোট দিয়েছেন। অধিবেশনে উপস্থিত ছিলেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও হাসান কাশকাভি। সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে গিয়ে আরাকচি বলেছেন, ‘মার্কিন সরকারের শত্রুতামূলক ও ইরান-বিদ্বেষী পদক্ষেপগুলোর উপযুক্ত জবাব দেয়া জরুরি। মার্কিন কংগ্রেসের ইরান-বিরোধী সাম্প্রতিক পদক্ষেপের কঠোর ও ব্যাপক বিস্তৃত জবাব দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ইরানি সংসদের কঠোর ও উপযুক্ত জবাব দেয়ার উদ্যোগকে সমর্থন জানাচ্ছে বলেও আরাকচি জানান।’ উল্লেখ্য, ইরান ৬ বৃহৎ শক্তির সঙ্গে পরমাণু চুক্তি করার পর এই চুক্তি মেনে চলা সত্ত্বেও এই চুক্তির নানা শর্ত লঙ্ঘন করছে মার্কিন সরকার এবং নানা অজুহাত দেখিয়ে মার্কিন কংগ্রেস ইরানের বিরুদ্ধে সম্প্রতি আরও কিছু নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যা ওই পরমাণু চুক্তি লঙ্ঘনের আরও এক বড় দৃষ্টান্ত।
এই বিভাগের আরো খবর