শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

আড়াইহাজারে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

প্রকাশিত: ২৪ জুলাই ২০১৭   আপডেট: ২৪ জুলাই ২০১৭

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪ ডটকম) : আড়াইহাজারে অবৈধ গ্যাস সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ছোট বিনাইরচর এলাকা থেকে লাকুপুরা নামক এলাকা পর্যন্ত অভিযান চালানো হয়। তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানী সোনারগাঁও অফিসের ব্যবস্থাপক মোমেন তালুকদার অভিযানে নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি ব্যবস্থাপক আবদুল কাসেম ভূঁইয়াসহ আরও অনেকে। মোমেন তালুকদার জানান, আড়াইহাজার-ভূলতা সড়কের  ছোট বিনাইরচর এলাকার গ্যাসের সঞ্চালন লাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ নেয়া হয়। বিষয়টি অবহিত হওয়ার পর অভিযান চালানো হয়। এসময় ৩ ইঞ্চি ব্যাসার্ধের ৫ কিলোমিটার এলাকার জিআই পাইপ জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর