শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৭   আপডেট: ১৭ জুলাই ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: জেরুজালেমের আল- আকসা মসজিদে নামাজ পড়তে আসা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এই ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছে। মা’আন নিউজের বরাত দিয়ে প্রেসটিভি জানিয়েছে, আল-আকসা মসজিদ এখনও ইসরাইলি সেনাদের দখলে রয়েছে। তবে মসজিদটির তিনটি ইলেকট্রনিক দরজা প্রার্থনাকারীদের জন্য খুলে দেয়া হয়েছে। তবে অন্যগুলো এখনও বন্ধ আছে। মরণঘাতী গোলাগুলির দুই দিন পর ইসরাইলি সেনাবাহিনী রবিবার আল-আকসা মসজিদ পুনরায় খুলে দেয়। কিন্তু মুসলিমরা নতুন জারি করা নিরাপত্তা বেষ্টনির মধ্যে মসজিদটিতে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়। অনেকে লায়ন্স গেট প্রবেশদ্বারে প্রার্থনা করেন। কিন্তু ইসরাইলি বাহিনী বাইরে নামাজ আদায় করা মুসল্লিদের ওপর হামলা চালালে ১৮ জন আহত হয়।
এই বিভাগের আরো খবর