শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

জঙ্গীবাদ নির্মুলে সবার আগে পারিবারিকভাবে শিক্ষা দেয়া জরুরি : রাব্বি মিয়া

প্রকাশিত: ২৬ জুন ২০১৭   আপডেট: ২৬ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেছেন, সড়ক পেরিয়ে রাস্তায় মানুষ দেখে অনেক ভালো লাগছে। আমাদেরকে ধর্মীয় গুনাবলী অর্জনের পাশাপাশি মাদক নির্মুলে এগিয়ে আসতে হবে। কারণ এটি আমাদের সমাজের এখন সবচেয়ে বড় সমস্যা আর জঙ্গীবাদ নির্মুলে পারিবারিকভাবে সবার আগে শিক্ষা দেয়া জরুরি। সোমবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের আগে তিনি নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসুল্লিরা এ ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেয়। সকাল সাড়ে ৭টায় ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছিল র‌্যাব, পুলিশের নিরাপত্তা ঢাল। দু'রাকাত নামাজ শেষে জামাতের ইমাম লাখো মুসল্লিকে সাথে নিয়ে মহান আল্লাহর দরবারে মোনাজাতে শামিল হন। মোনাজাতে নারায়ণগঞ্জসহ দেশ-জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। এসময় নিজেদের পাপ মোচনে আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে ইদগাহ প্রাঙ্গণ। নামাজ আদায়ের জন্য সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসতে থাকেন। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ পাঞ্জাবি-পাজামা-টুপি পরে দলে দলে আসেন ঈদগাহ মাঠে। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নামাজের আগে বিশেষ বয়ানে জঙ্গীবাদ প্রতিরোধে পরিবার ও সমাজের এবং ইমামদের বিশেষ ভুমিকা রাখতে অনুরোধ করা হয়। এ সময় নামাজের আগে ঈদের নামাজের নানা ফজিলত ও মাসলা মাসায়েল জানিয়ে নামাজের পর খুতবা পড়ে শোনানো হয়।
এই বিভাগের আরো খবর